Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

বাঘা,রাজশাহী

সিটিজেন চার্টার

(ক) মাও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)ঃ

 

১। গর্ভবতী সেবা ২। স্বাভাবিক প্রসব সেবা ৩।গর্ভোত্তর  সেবা ৪। এম আর সেবা ৫। নবজাতকের সেবা

৬। ৫ বছরের কম বয়সী শিশুর সেবা ৭। প্রজনন তন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা ৮। ইপিআই সেবা

৯। ভিটামিন এ ক্যাপসুল বিতরন (প্রাপ্তি সাপেক্ষে

(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)ঃ

১। পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান  ২। খাবার বড়ি ৩। জনম নিরোধক ইনজেকশন

 ৪। আইইউডি/কপারটি  ৫। ইসিপি ৬। ভ্যাসেকটমি/এনএসভি(স্থায়ী পদ্ধতি )

৭। টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি) ৭।পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহারজনিত পাশর্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা।

(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবাঃ

কন্ডম-১(এক) ডজন-১(এক)টাকা ২০(বিশ)পয়সা।

(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকেঃ

১। আইইউডি/কপারটি এর ক্ষেত্রে মোট=(১৭৩+৯২+৯২+৯২)=       টাকা 

২। ইমপস্নান্ট এর ক্ষেত্রে মোট=(১৭৩+৮১+৮১+৮১)=     টাকা

৩। স্থায়ী পদ্ধতি(পুরম্নষ) এর ক্ষেত্রে=২৩০০/-টাকা ও একটি লুঙ্গি ।

৪। স্থায়ী পদ্ধতি(মহিলা) এর ক্ষেত্রে=২৩০০/-টাকা ও একটি শাড়ী ।

(ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে)ঃ

১। সাধারন রোগীর সেবা  ২। মা ও শিশু স্বাস্থ্য সেবা  ৩। বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা )।

(চ) প্রয়োজনে যেকোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন (রেফার)।

(ছ) এছাড়াও নির্ধারিত কেন্দ্রে ডেলিভারী, প্রসূতিসেবা/ সমন্বিত জরম্নরী প্রসূতি সেবা প্রদান করা হয়ে থাকে ।